02/05/2024 : 1:54 PM
আমার বাংলা

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটালে পুষবঙ্গা মেলা সর্বজনীন করতে বিশেষ বৈঠক

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ১ জানুয়ারি ২০২৩:


শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল এর উদ্যোগে আগামী ১০ই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি অনুষ্ঠিত হবে পুষবঙ্গা মেলা।
সেই মেলাকে সর্ব ধর্মীয় রূপ দিতে আগামী ৯ ই জানুয়ারি অনুষ্ঠিত হবে একটি বর্ণাঢ্য রেলি ‌।
সেই রেলিতে সকল ধর্মের কয়েক হাজার মানুষ পা মেলাবেন।

তাই আজ বিভিন্ন হরিনাম সংকীর্তন কমিটিদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ বৈঠ।
তার আগে একটি হরিনাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হসপিটাল চত্বরে।

বীরভূম জেলার শতাধিক হরিনাম সংকীর্তন কমিটিদের নিয়ে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংস্থার কর্ণধর মলয় পিট জানান যে, আমার লক্ষ্য সকল ধর্মের মানুষকে একত্রিত করে একটি মেলা করব যা স্বাস্থ্য মেলা হবে।
তাই সকালে ইমাম সাহেব দুপুরে ব্রাহ্মণ ও বিকেলে হরিনাম সংকীর্তন কমিটিদের নিয়ে বৈঠক করলাম আজ।
দারুন সারা পেয়েছি প্রথমে মনে করেছিলাম ৯ জানুয়ারি ৩০ হাজার লোক আসবে, কিন্তু এখন বুঝতে পারছি না সেই লোক সংখ্যাটা কত হতে পারে মানুষের দারুন সারা ।

পাশাপাশি তিনি আরো জানান যে, এখানে আদিবাসী, ইসলাম ও হিন্দু ধর্মের তিনটি পৃথক পৃথক স্কুল করব।
এখানে তাদের প্রতিটি ধর্মের পঠন পাঠন হবে।
তার ভিত্তি স্থাপন করব মেলার সময়।

Related posts

বাবা পঞ্চানন পুজোকে কেন্দ্র করে উৎসব মুখর কাটোয়া

E Zero Point

করোনা পরিস্থিতিতে রক্ত নিয়ে কালোবাজারি, বামফ্রন্টের স্মারকলিপি

E Zero Point

শক্তিগড়ে এমএলএ কাপ

E Zero Point

মতামত দিন