28/04/2024 : 6:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জনকল্যাণ সংঘের সরস্বতী পুজোর সুবর্ণ জয়ন্তী

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৩১ জানুয়ারী ২০২৩:


পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়া হাটতলা জনকল্যাণ সংঘের সরস্বতী পুজো সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো ৫ দিন ধরে। এবছরে বাগদেবী অর্থাৎ সরস্বতী পূজা মন্ডপের থিম “মুক্তি”। গাছ বাঁচান জীবন বাঁচান এই উদ্দেশ্য করেই এই পূজা মন্ডপ গড়ে তুলেছেন।

বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্য দিয়েও ফিতে কেটে ক্লাবের বিশিষ্ট সদস্যরা ফিতে কেটে পুজো মন্ডপ উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অংকন ,নৃত্য ,আবৃত্তি, কুইজ, একাঙ্ক নাটক, সংগীত, ছৌ নৃত্য, যাত্রাপালা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। প্রত্যেক গ্রুপের প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ,তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ।

সোমবার সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জি বাংলা শিল্পী সুমন পালের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয় পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় সরস্বতী পুজো ভাসানের পর প্রায় দু হাজার ভক্তদের মধ্যে বসে প্রসাদের আয়োজন করেছেন বলে জানালেন ক্লাবের পক্ষ থেকে।

Related posts

বড়ঞা থানার কুলি তে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ১

E Zero Point

আত্মা প্রকল্পে মৎস্য চাষীদের জাল ও হাঁড়ি প্রদান জামালপুরে

E Zero Point

টুসু উৎসব তার কৌলিণ্য বজায় রেখেছে প্রতিনিয়ত লড়তে থাকা মানুষের অন্তরে

E Zero Point

মতামত দিন