07/05/2025 : 12:33 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

প্রয়াত বর্ধমান পুরসভার আইনী উপদেষ্টা   

জিরো পয়েন্ট নিউজ – মোল্লা জসিমউদ্দিন, বর্ধমান, ২৮ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমানে সমীর রায়ের পর মারা গেলেন আরও এক আইনজীবী। বৃহস্পতিবার ভোরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ধমান জেলা আদালতে বর্ষীয়ান আইনজীবী অনুপ মুখার্জি (৬৩)।প্রয়াত আইনজীবী বর্ধমান পুরসভার দীর্ঘদিন ধরে আইনী উপদেষ্টা হিসাবে ছিলেন। একসময় বর্ধমান জেলা আদালতে বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ছিলেন। পাশাপাশি তৃনমূলের জেলা কমিটিতে ছিলেন প্রয়াত আইনজীবী। সদাহাস্যজ্বল ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন সর্বস্তরে। এদিন দুপুরে আইনজীবীর মৃতদেহ আসে জেলা আদালতের বার এসোসিয়েশন ভবনে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শতাধিক আইনজীবী সহ শহরবাসী। শুক্রবার বর্ধমান জেলা আদালতে কোন কাজ হবেনা মৃত আইনজীবী কে শ্রদ্ধা জানাতে। সেইসাথে এক শোকসভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বার এসোসিয়েশনের পক্ষে বিশ্বজিৎ দাস, সঞ্জয় ঘোষের মত পদাধিকারীরা৷ করোনা আবহে সম্প্রতি মারা যান ‘বর্ধমানের বাঘ’ খ্যাত আইনজীবী সমীর রায়। সেই মৃত্যুর রেশ না কাটতে কাটতে মারা গেলেন আরও এক জনপ্রিয় আইনজীবী অনুপ মুখার্জি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া আইনজীবীর শোকসভায় আজ অর্থাৎ শুক্রবার আমন্ত্রণ জানানো হয়েছে অন্য আইনজীবীদের।

 

Related posts

কন্যার জন্মদিনে অসহায় মানুষের পাশে কালনার বাসিন্দা

E Zero Point

৭ জানুয়ারি দক্ষিন দিনাজপুরে অভিষেক ব্যানার্জির জনসভার প্রস্তুতি

E Zero Point

লক্ষীপুজোয় মাথায় হাত গৃহস্থের

E Zero Point

মতামত দিন