জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ১৭ অগাষ্ট ২০২১:
২০২১ এ বিধানসভায় বিপুলভাবে জয়ী হওয়ার পর মমতা ব্যানার্জী ঘোষণা করেছিলেন সংগঠনকে নতুন ভাবে সাজানোর কথা। তৃণমূল কংগ্রেসের এক ব্যক্তি এক পথ কার্যকর করতে বিভিন্ন জেলার ও বিভিন্ন ব্লকের সাংগঠনিক পদে রদবদল হয়েছে সোমবার। সরানো হলো দলীয় ভাবে পদে থাকা বেশ কিছু মন্ত্রী ও সাংসদ কে।
আজ মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার প্রশাসকমন্ডলীতে বিরাট রদবদল হলো। বাড়তে চলেছে প্রশাসকমন্ডলীর সদস্য সংখ্যা কিন্তু অপ্রত্যাশিত ভাবে সরানো হলো গতবছরের প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্তকে।
বর্তমান মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী যেমন ছিলেন তিনি সেই পদে বহাল রইলেন। নতুন সহ প্রশাসক হলেন কৃষ্ণপদ বিশ্বাস এবং প্রশাসক বোর্ডের সদস্য হলেন পল্লব চ্যাটার্জী, সন্তোষ বোয়াল, মনসুরা বেগম ।