18/05/2024 : 3:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মাধ্যমিকে ‘পা দিয়ে’ লিখে স্বপ্ন জয় করার ইচ্ছা মেমারির ছাত্রের

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৫ ফেব্রুয়ারি ২০২৩:


২৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পূর্ব বর্ধমান জেলা শিক্ষা দফতর সূত্রে জানাগিয়েছে, জেলায় এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৭৬২ জন। তবে এদের মধ্যে জগন্নাথ মান্ডির পরীক্ষাটা আলাদা। অদম্য ইচ্ছাশক্তি কাছে শারীরিক প্রতিবন্ধকতাও কিছু নয় তা প্রমাণ করল এই ছাত্র। পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে৷

পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ ব্লকের অন্তর্গত নুদীপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র জগন্নাথ মান্ডি এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে বাগিলা পূর্ণ চন্দ্র সৃতি বিদ্যামন্দির স্কুলে।

মেমারি সিমলা এলাকার বাসিন্দা জগন্নাথ মান্ডি জানাই, ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছা, এবছর মাধ্যমিক পরীক্ষা পায়ে করে পেনের মাধ্যমে লিখেই পরীক্ষা দিচ্ছে।

বাগিলা পূর্ণ চন্দ্র সৃতি বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষিকা অনন্যা তরফদার জানান, জগন্নাথ মান্ডির লেখার ধরন খুব সুন্দর এবং এই প্রতিবন্ধকতাকে জয় করে জগন্নাথ মান্ডি যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে করে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা জগন্নাথ মান্ডি কে দেখে অনুপ্রাণিত হবে বলে জানান।

 

Related posts

কামারপুকুরে আনন্দধাম বৈদ্যুতিক চুল্লির শুভ উদ্বোধন

E Zero Point

করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা পাবলিক ডোমেইনে প্রকাশ করতে হবেঃ হাইকোর্ট

E Zero Point

মতামত দিন