21/05/2024 : 8:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান

জিরো পয়েন্ট নিউজ সেখ সামিন, পূর্ব বর্ধমান, ৯ জুন ২০২৩:


ওড়িষ্যায় রেল দুর্ঘটনায় মৃত্যু হয় বর্ধমান ২ নং ব্লকের অন্তর্গত বড়শুল কুমীরকোলা গ্রামের বাসিন্দা সফিক কাজীর। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বড়শুল কুমীরকোলা গ্রামে রাত্রি ২ ঘটিকায় তাঁর বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয়।  উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, জিলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রমেশ চন্দ্র সরকার, সদস্য কামরুল হাসান, প্রাক্তন উপপ্রধান গৌরাঙ্গ লাল বসু সহ এলাকার সাধারণ মানুষ জন।

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী বর্ধমান ২ নং ব্লকের বড়শুল কুমীরকোলা গ্রামের বাসিন্দা সফিক কাজীর পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেন। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক।

Related posts

ভাগীরথী নদী ভাঙনের মুখে কিশোরীগঞ্জ

E Zero Point

গ্রীন এন্ড এর পক্ষ থেকে বর্ধমানে বৃক্ষরোপন

E Zero Point

লক্ষ্য ২০২১ ভোটঃ বাংলায় হিন্দি অ্যাকাডেমি গঠনের ঘোষণা

E Zero Point

মতামত দিন