জিরো পয়েন্ট নিউজ – কমল বড়া, মন্তেশ্বর, ৩ ডিসেম্বর ২০২১:
কাঁদতে কাঁদতে বলেন– হয় টাকার ব্যবস্থা করুন, না হলে একটু বিষ কিনে দিন। দীর্ঘ চার মাস বার্ধক্য ভাতা না পেয়ে চরম বিপাকে পড়েছেন একজন আদিবাসী বৃদ্ধা। বিপাকে পড়া মংলি মান্ডির বাড়ি কালনা -২ ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওসমানপুর গ্রামে। তিনি কালনা-২ বিডিও দেবল কুমার উপাধ্যায়ের নিকট অভিযোগ জানান।
বৃদ্ধা এদিন কাঁদতে কাঁদতে বলেন– হয় টাকার ব্যবস্থা করুন, না হলে একটু বিষ কিনে দিন। জানা গেছে– বৃদ্ধার ওসমানপুর গ্রামে একটি ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে অ্যাকাউন্ট আছে। প্রতিবারই সেখানে টাকা তুলতে গেলে আধার লিঙ্ক করানোর পর বলা হয় আপনার টাকা ঢোকেনি। এইভাবে চার মাস ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে একই কথা শোনার পর বাধ্য হয়ে তিনি বিডিও- র নিকট যান।
বিডিও দেবল কুমার উপাধ্যায় সাংবাদিকদের জানান– প্রতি মাসে মাসে উনার একাউন্টে টাকা পাঠানো হয়েছে। কি হয়েছে ব্যাপারটি খতিয়ে দেখতে হবে। অন্যদিকে খবর পেয়ে সাংবাদিকরা উল্লেখিত গ্রাহক পরিষেবা কেন্দ্রে খোঁজখবর নিতে গেলে ম্যানেজার অভব্য আচরণ করেন। তিনি বলেন এখানে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। সাংবাদিকদের সঙ্গে কথা নেই।