02/02/2023 : 7:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

ভ্যাকসিনের খোঁজ নিতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মী

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩ ডিসেম্বর ২০২১: 


ভ্যাকসিন বাড়ির সকলের হয়েছে কিনা খোঁজ নিতে গিয়ে হেনস্থার শিকার আশা কর্মী। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দোগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত হাটতলা এলাকায়। শ্যামলী দাস নামেরই আশা কর্মী পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও এবং শ্রীরামপুর হসপিটালের বিএমএইচও কে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনাটি দোগাছিয়া পঞ্চায়েতের হাটতলা এলাকায় নিতাই ঘোষের বাড়িতে তাদের ছেলের ভ্যাকসিন সম্পন্ন হয়েছে কিনা সেটি জানতে চাই ওই আশা কর্মী, ছেলের ভ্যাকসিনেশন হয়েছে কিনা এই খোঁজ নিতেই নিতাই ঘোষ এবং তাঁর স্ত্রী ওই আশা কর্মী কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারতে উদ্যত হয়।

ওখান থেকে ফিরে এসেই তিনি বিডিও এবং বিএমএইচও এর কাছে অভিযোগ দায়ের করেন। যদিও এবিষয়ে অভিযুক্ত ওই দম্পতি পুরো ঘটনাই অস্বীকার করেছেন। তাঁরা পাল্টা তবে জানান তাদের ছেলের ভ্যাকসিনেশন হয়েছে কিনা না বলতে পারায় ওই আশা কর্মী উল্টে তাঁদের অপমান করেছেন। এ বিষয়ে পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিএমএইচও নওমান শেখ তিনি জানান একটি অভিযোগ পেয়েছি, অভিযোগটি পুরো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।


Related posts

কোজাগরী লক্ষীপূজায় সপ্তপুরীর খাদ্য বিতরণ কর্মসূচি

E Zero Point

৬৫ কোটি টাকার জলপ্রকল্পের দ্বিতীয় রিজার্ভারের কাজ শুরু মেমারিতে

E Zero Point

জনতার মাঝে বিধায়ক নিশিথ কুমার মালিক

E Zero Point

মতামত দিন