জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, অতনু ঘোষ, মেমারি, ৪ ডিসেম্বর ২০২১:
পূর্ব বর্ধমানের মেমারির হাটপুকুর মদীনা মার্কেটে অবস্থিত জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুম শিক্ষার পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মে জড়িত। শুক্রবার ইংল্যান্ড প্রবাসী গুজরাট নিবাসী বিশিষ্ট ব্যাক্তিত্ব হ্বাজী আব্দুল হামিদ মালিকের সহযোগিতায় ও জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলুমের উদ্যোগে স্থানীয় দুঃস্থ ,অসহায় এবং শারীরিকভাবে প্রতিবন্ধীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলো। ১০০০টি কম্বল, ১৭টি ভ্যানরিক্সা ও ২টি হুইল চেয়ার প্রদান করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। এছাড়া প্রত্যেক ব্যাক্তিকে ১০০ টাকা করে প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হ্বাজী আব্দুল হামিদ মালিক মেমারি পৌরপ্রশাসক স্বপন বিষয়ী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির প্রধান বসন্ত রুইদাস, এসডিপিও বর্ধমান আমিনুল ইসলাম খান, ক্বারী কাজী সামসুদ্দিন সাহেব ও কাজী মহম্মদ ইয়াসিন সহ অন্যান্যরা।