21/05/2024 : 9:28 AM
আমার দেশ

আপনি কী জানেন অক্টোবরে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ!!!

জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, ২৯ সেপ্টেম্বর ২০২৩:


অক্টোবর মাসে উৎসব চলবে গোটা দেশ জুড়ে। দুর্গা পুজো ছাড়াও একাধিক উৎসবের কারণে অক্টোবর মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক । গ্রাহকরা যাতে কোনও সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির তালিকা প্রকাশ করে। দেখে নেওয়া যাক, আরবিআইয়ের তালিকা অনুযায়ী আগামী অক্টোবর মাসে ঠিক কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

গ্রাহকরা যাতে কোনও সমস্যায় না পড়েন তা নিশ্চিত করতে আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছুটির তালিকা প্রকাশ করে।

১ অক্টোবর ২০২৩ মাসের প্রথম দিন রবিবার হওয়ার কারণে সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২ অক্টোবর ২০২৩ গান্ধী জয়ন্তীর কারণে সারা দেশের ব্যাঙ্কে ছুটি থাকবে।
৮ অক্টোবর ২০২৩ মাসের দ্বিতীয় রবিবারের কারণে সারাদেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৪ অক্টোবর ২০২৩ মহালয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং ওই দিন দ্বিতীয় শনিবার হওয়ার কারণে দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।


১৫ অক্টোবর ২০২৩ রবিবার সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে।
১৮ অক্টোবর ২০২৩ কাটি বিহুর কারণে গুয়াহাটির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২১ অক্টোবর ২০২৩ দুর্গাপুজোর সপ্তমীর কারণে আগরতলা, গুয়াহাটি, ইম্ফল এবং পশ্চিমবঙ্গের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে৷
২২ অক্টোবর ২০২৩ রবিবার হওয়ায় সারাদেশের ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
২৪ অক্টোবর ২০২৩ দশেরার কারণে, হায়দরাবাদ এবং ইম্ফল ছাড়া গোটা দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৫ অক্টোবর ২০২৩ দুর্গা পুজোর (দশাই) কারণে শুধু গ্যাংটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।


২৬ অক্টোবর ২০২৩ দুর্গা পুজোর (দশাই)/অ্যাক্সিশন ডে-র কারণে গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরের ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৭ অক্টোবর ২০২৩ দুর্গা পুজোর (দশাই) গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৮ অক্টোবর ২০২৩ লক্ষ্মী পুজো এবং চতুর্থ শনিবারের কারণে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৯ অক্টোবর ২০২৩ রবিবার সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩১ অক্টোবর ২০২৩ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে আহমেদাবাদে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।

Related posts

নরেন্দ্র মোদীর ও শাহিনবাগের বিলকিস দাদি একই তালিকায়ঃ টাইমস ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্ব

E Zero Point

এমএসএমই সংস্থাগুলির বকেয়া : এমএসএমই মন্ত্রক অর্থ প্রদানের জন্য জোরদার চেষ্টা চালাচ্ছে

E Zero Point

করোনা আবহে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার উপ-নির্বাচন ঘোষণা

E Zero Point

মতামত দিন