18/05/2024 : 3:23 PM
আমার বাংলা

সমাজে আশ্রয়হীনদের নিয়ে বিজয়া সম্মেলনী

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ৩ নভেম্বর ২০২৩:


অশোকনগর পৌরসভা পরিচালিত রবীন্দ্র নিকেতনে সমাজে আশ্রয়হীনদের আবাসস্থল। সেই সমস্ত মানুষদের মনে এবং জীবনে খুশীর বার্তা পৌঁছে দিতে অশোকনগর বৈশাখী সাংস্কৃতিক সংস্থা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান করল। যা সমাজের কাছে এক অন্যরকম দৃষ্টি ভঙ্গী ফুটে উঠল।

সংস্থার সদস্য নীতিশ, শুভ্র, বিকি মত যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্য তুলে ধরলো। সংস্থার নবাগত জুনিয়র সদস্যরা সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের গুরুত্ব বাড়ে তোলে। সংস্থার কোষাধ্যক্ষ সুজয় কর্মকার নিজে রবীন্দ্র নিকেতনে আবাসিকদের জীবন আবেগ ধরে রাখতে না পেরে আবৃত্তি পরিবেশন করেন।

সংস্থার সদস্য দেবাশীষ মজুমদার বলেন সমাজের প্রয়োজনে আমরা বরাবরই একটু অন্যরকম কর্মকান্ড করে থাকি।এই সমস্ত মানুষের জন্য আমরা আমরা সামর্থ্য অনুযায়ী পাশে থাকতে চাই। আগামী কোনরকম সমস্যা হলে অবশ্যই পাশে থাকার চেষ্টা করব।

Related posts

শ্রদ্ধায় স্মরণ অধ্যাপক সুজিত ভট্টাচার্যকে

E Zero Point

চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

E Zero Point

কোভিড আক্রান্ত প্রসূতির পাশে সিপিআইএম পার্টি কর্মীরা

E Zero Point

মতামত দিন