19/05/2024 : 4:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রক্তদান শিবির গুসকরায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৮ ডিসেম্বর ২০২৩:


থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্ত সঙ্কট ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারে রক্ত সঙ্কট দূরীকরনের লক্ষ্যে শুক্রবার গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও পরিচালনায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারের শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১৬ জন নতুন রক্তদাতা ও ২ জন মহিলা সহ মোট ৩৭ জন স্বেচ্ছায় রক্তদান করলেন।


পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিটি রক্তদাতা এবং বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারের সকলের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় এবং সকল রক্তদাতা সহ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্লাড সেন্টারের সকলকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের পক্ষ থেকে সৌগত গুপ্ত।


উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার পৌরপ্রধান কুশল মুখোপাধ্যায়, আপন ওয়েলফেয়ার সোসাইটি ও সভাপতি প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ঘোষ ও সম্পাদক সজ্ঞীব বাছার।

Related posts

মেমারিতে প্রতারক সন্দেহে গ্যাস এজেন্সির কর্মচারীদের আটক করলেন গ্রামবাসীরা

E Zero Point

অবশেষে বিচারব্যবস্থাকে স্বাভাবিক করার আমাদের আবেদন মানা হলঃ পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ

E Zero Point

দাদার পথই অনুসরণ করবোঃ মেমারিতে দাদার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস

E Zero Point

মতামত দিন