12/05/2024 : 8:31 AM
আমার দেশ

পশ্চিমবঙ্গের পুন্যভূমিকে দুর্নীতির রাজ্য বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়: শিবরাজ সিং চৌহান

জিরো পয়েন্ট নিউজ, হাওড়া, ১২ ফেব্রুয়ারি ২০২৪ :


সোমবার হাওড়াতে দলীয় সংগঠনের কাজে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন,’ পশ্চিমবঙ্গের পুন্য ভূমিকে দুর্নীতির রাজ্য বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি তার চরম শিখরে রয়েছে। জনতা ত্রাহি ত্রাহি করছে। এর থেকেই রাজ্যে পরিবর্তন হবে।’ এছাড়াও দেশের ইন্ডি জোট প্রসঙ্গে শিবরাজ বলেন, ‘ ইন্ডি জোট এখন নিজেদের মধ্যেই লড়াই করছে। মমতা কংগ্রেসকে তার অঔকাত দেখিয়ে বলছে ৪০ টির বেশি আসন পাবে কি না! অরবিন্দ কেজরিওয়াল আরেক অঔকাত দেখাচ্ছে। পাঞ্জাবে একলা লড়বে আবার দিল্লির বিষয়ে ভাববে। নির্বাচনের আগেই ইন্ডি জোট ছত্রভঙ্গ হয়ে গেছে, আর নির্বাচন চলাকালীন এর অস্তিত্ব মুছে যাবে। আমরা আমাদের কাজ করছি। নরেন্দ্র মোদির আকর্ষণে প্রভাবিত হয়ে লোকেরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, তাঁদেরকে স্বাগত জানাই।’


এছাড়াও সন্দেশখালির ঘটনার প্রেক্ষিতে দোষীদের শাস্তি দেওয়ার দাবি করেন। পাশপাশি নরেন্দ্র মোদির লোকপ্রিয়তাকেই হাতিয়ার করে বিজেপি নির্বাচনে সামিল হবে বলেও জানান। এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নাম বদলে রাজ্য সরকার চালানোর বিরুদ্ধে সরব হন শিবরাজ। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রকল্প যে ভাবে দেশের সব শ্রেণীর মানুষের উপকারে এসেছে, সেই প্রচারকেও মানুষের সামনে তুলে ধরার কাজ করা হবে বলেই জানান শিবরাজ।

Related posts

কৃষিভিত্তিক ব্যবসার উদ্যোগ পূর্ব বর্ধমানে

E Zero Point

সকল ভারতীয় ভাষার প্রতি সমান সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন উপরাষ্ট্রপতি

E Zero Point

কচ্ছপ সংরক্ষণে ভারতের প্রচেষ্টা পানামায় ।

E Zero Point

মতামত দিন