19/05/2024 : 7:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

৫০০ বছরের আউড়িয়া মেলাঃ পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন রাজ্যপালের কাছে

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া,  ১ মার্চ ২০২৪ :


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত আউড়িয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো আউড়িয়া মেলা। প্রায় ৫০০ বছর ধরে চলে আসছে,  মাঘী পূর্ণিমায় ঐতিহ্য বাহী এই মেলা। শ্রী শ্রী চৈতন্যদেবের দীক্ষা গুরু শ্রীপাদ কেশব ভারতীর জন্মস্থান এই আউড়িয়া গ্রাম, শ্রীপাদ কেশব ভারতীর জন্মতিথি উপলক্ষ্যে এই মেলার আয়োজন করে আসছেন এলাকার মানুষ।

শোনা যায় কাটোয়ার গঙ্গার ঘাটে শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবকে দীক্ষা দিয়েছিলেন এই কেশব ভারতী তারপর নাকি শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করেন।

এই বছর প্রথম এলাকার বিশিষ্ট ব্যক্তি সূর্যদেব ঘোষের মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসেরকাছে একটি আমন্ত্রণ পত্র তুলে দেওয়া হয়েছিল। এছা়ড়াও উনি একটি শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্যদেবে এবং শ্রীপাদ কেশব ভারতীর ফটো ফ্রেম তুলে দিয়ে, কেশব ভারতীর অবদান তুলে ধরেন ।

তিনি কেশব ভারতীর এই মহিমা চারিদিকে তুলে ধরে  গ্রামের ঐতিহাসিক ঐতিহ্যকে তুলে ধরার আবেদন করেন এবং যাতে এই গ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায় তার দাবিও তোলেন। জানাযায় রাজ্যপাল মহোদয় পরবর্তী দিনে এই পবিত্র স্থানে উপস্থিত হবার ইচ্ছে প্রকাশও করেন।

Related posts

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক দিবস পালন কালনায়

E Zero Point

পিচ রাস্তার শুভ উদ্বোধন জামালপুরে

E Zero Point

লক্ষাধিক মূক-বধিরদের উন্নয়নে এগিয়ে আসুক সরকারঃ বৈভব কোঠারী

E Zero Point

মতামত দিন