17/05/2024 : 11:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১০ মার্চ ২০২৪ :


ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেসের ৪২ টি আসনের মধ্যে ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল নেতৃত্ব। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বর্তমান তৃণমূল সাংসদ সুনীল মন্ডলের জায়গায় নতুন মুখ নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের নাম ঘোষণা হতেই মেমারি পৌরসভা এলাকায় রবিবার বিকালে ডক্টর শর্মিলা সরকারের নামে দেয়াল লিখন শুরু করে দিলেন মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা।

এদিন মেমারি পৌরসভার ১৩ নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা হতেই দলীয় কর্মী সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌরভ সাঁতরার নির্দেশে তড়িঘড়ি শুরু হয়ে যায় দেওয়াল লিখন। এবিষয়ে যুব সভাপতি সৌরভ সাঁতরা জানান, ‘অপেক্ষায় ছিলাম কবে প্রার্থীর নাম ঘোষিত হবে। আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। তাই সময় নষ্ট না করে আমরা আজ থেকেই দেওয়াল লিখন শুরু করলাম।’

আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের বাসিন্দা ডাঃ শর্মিলা সরকার। বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এসোসিয়েট প্রফেসর পদে কর্মরত রয়েছেন শর্মিলা সরকার।  এবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা করে কার্যত চমক দিয়েছে তৃণমূল কংগ্রেস বলেই রাজনৈতিক মহল মনে করছেন।

Related posts

টাউন ক্লাব মাঠে হলদিবাড়ি ক্রিকেট লিগের ফাইনাল

E Zero Point

কৃষি কালা কানুন বাতিল, মেমারিতে মিষ্টিমুখ

E Zero Point

মঙ্গলকোট থানার মানবিক উদ্যোগে সুস্থ হলেন এক ভবঘুরে

E Zero Point

মতামত দিন