12/05/2024 : 7:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাল পাহাড়িয়া আদিবাসী কল্যাণ সমিতির আলোচনা সভা

জিরো পয়েন্ট নিউজ– অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ১১ মার্চ ২০২৪ :


মগরা মাল পাহাড়িয়া আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো শনিবার সন্ধ্যায় । মেমারি মন্তেশ্বর রোড সংলগ্ন মগরা ময়দানে এই আলোচনা সভার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা । এ বছরে তাদের এই অনুষ্ঠান প্রথমবার । ফিরে কেটে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধক্ষ্য নিত্যানন্দ ব্যানার্জি ।

এদনি মালপাহাড়িয়া জনগোষ্ঠীর পরিচিতি তাদের সংস্কৃতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি তাদের বিশেষ ঝুমটা নাচ সহ নৃত্য এবং সংগীতানুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, মগরা মাল পাহাড়িয়া আদিবাসী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণ পূজার, মিলন পুজোর, চন্দন পুজোর, হরি পুজোর, বিনোদ পুজোর সহ অন্যান্যরা ।

Related posts

লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় প্রাণ হারাল বাইক আরোহী

E Zero Point

নকল সারের পর, নকল বীজআলুঃ মেমারির হিমঘরে স্থানীয় চাষীদের উত্তেজনা

E Zero Point

এসকে মুভিজ স্টুডিও ভাঙ্গা নিয়ে আজ শুনানি হাইকোর্টে 

E Zero Point

মতামত দিন