19/05/2024 : 10:36 AM
আমার বাংলা

ভিড়ের চাপে জেটির রেলিং ভেঙে পদপিষ্ট

জিরো পয়েন্ট নিউজ, নদীয়া, ২০ মার্চ ২০২৪ :


দোল পূর্ণিমা উপলক্ষ্যে এখন থেকেই দেশবিদেশের ভক্তরা আসতে শুরু করেছেন নবদ্বীপ, মায়াপুরে। কয়েক হাজার ভক্তকে নিয়ে মঙ্গলবার কেশবজী গৌড়িয় মঠে নগর পরিক্রমা করে স্বরূপগঞ্জ যাওয়ার পথে নবদ্বীপ ফেরিঘাটের জেটিতে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়।

তখনই ভিড়ের চাপে জেটির রেলিং ভেঙে পড়ে। তখনই হুড়োহুড়িতে অন্তত ১৫ জন পদপিষ্ট হন বলে খবর। পুলিশ জখম অবস্থায় ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাঁদের মধ্যে ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর জখম এক শিশু, ৩ জন মহিলা সহ ৫ জনের চিকিৎসা চলছে হাসপাতালে। নবদ্বীপ ফেরিঘাটে জেটিতে ভিড়ের চাপে রেলিং ভেঙে শিশু, মহিলা সহ বেশ কয়েকজন পদপিষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related posts

“দুয়ারে সরকার” প্রকল্প পরিদর্শনে কাটোয়ার এস.ডি.ও প্রশান্ত রাজ শুক্লা

E Zero Point

দেওয়াল লিখে পৌর ভোট প্রচার শুরু মেমারিতে

E Zero Point

তৃণমূলের কর্মী সম্মেলন পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন