09/05/2024 : 4:19 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

দোল পূর্ণিমার দিনেই উদ্বোধন হলো রাধাকৃষ্ণ মন্দির‌

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়, কাটোয়া,  ২৬ মার্চ ২০২৪ :


সোমবার দোল পূর্ণিমার দিনেই উদ্বোধন হলো পূর্ব জেলার কাটোয়া ২ব্লকের সাহাপুরগ্ৰামে রাধাকৃষ্ণ মন্দির‌। উদ্বোধন করলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী। উপস্থিত ছিলেন কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন,জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জী,স্বামী সৎগুরু দাস কাঠিয়া মহারাজ।

সাহাপুরগ্ৰামে বড় মন্দির নেই এই প্রথম গ্ৰামে মানুষদের সহযোগিতায় একটা মন্দির তৈরি করলো‌। সেই মন্দিরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। এই গ্ৰামে নতুন রাধাকৃষ্ণ মন্দিরের আগে প্রায় ১০০ বছরের পুরনো রঘুনাথ জিও মন্দির ছিল। কয়েকবছর ধরে লড়াই করার পর অবশেষে আশাপূরণ হলো সাহাপুরগ্ৰামের মানুষদের।

গ্ৰামের মানুষদের সহযোগিতায় পুরাতন রঘুনাথ জিও মন্দিরের জায়গা তৈরি করছে পাকা কংক্রিটের মন্দির। আজ নতুন মন্দিরে দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের পুজোর আয়োজন করা হয়। মন্দির চত্বরে এলাকার মহিলারা আবির খেলায় মেতে উঠলেন।

Related posts

মানসিক অত্যাচারের শিকার হয়ে ভাতার ব্লক অফিস কর্মীর ইস্তফা

E Zero Point

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর

E Zero Point

বিবাহ বার্ষিকীতে “মানবতার আহার” মেমারিতে

E Zero Point

মতামত দিন