23/04/2024 : 12:18 PM
খেলাবিদেশ

করোনার কবল থেকে বেঁচে ফিরলেন ৫৬ হাজার ব্যক্তি

অবশেষে পাওয়া গেলো এক স্বস্তির খবর। যদিও এই করোনা ভাইরাস গোটা বিশ্বে প্রায় ৯১টি দেশে নিজের থাবা বসিয়েছে এবং এক লক্ষের ও কিছু বেশী মানুষ এই ভাইরাসের দ্বারা আক্রান্ত। মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াতে যায়। এত কিছুর পরেও বিশ্ববাসীর জন্য অবশেষে এল এক সুখবর। প্রায় ৫৬ হাজার ব্যক্তি এই করোনা র কবল থেকে ফিরলেন বেঁচে। চীনের ইউহান থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস এবং মৃতের সংখ্যা আপাতত ৩ হাজার ৭০ জন। এছাড়াও চীন ছাড়া জাপান, ইটালি, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতের মতো দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। খুশির খবর থাকলেও বারবার সচেতন হওয়ার কথা বলেছেন বিশ্বের সমস্ত ডাক্তার রা। এই ভাইরাস থেকে বাঁচতে সার্জিক্যাল বা N95 মাস্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্যানিটাইজ ব্যবহারের উপদেশ দিতে তারা দিয়েছেন। অন্যদিকে করোনা তে আক্রান্ত ব্যক্তিদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ এর পরে শেষ তিনমাস তিনি তার মাইনে মার্কিন স্বাস্থ্য দপ্তরের কাছে তুলে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সচিব স্টিফানি গ্রিশ্যাম মার্কিন প্রেসিডেন্টের দেওয়া চেকের ছবি টুইট্যারে পোস্ট করে সে কথা জানান।

Related posts

দুই ঘণ্টা ‘কিছুই না করে’ ইউটিউবে ৩০ লাখ ভিউ!

E Zero Point

আইপিএলের থিম সং চুরি করা!

E Zero Point

জন্মদিনের পার্টির পর করোনায় আক্রান্ত উসাইন বোল্ট

E Zero Point

মতামত দিন