18/09/2024 : 7:42 PM
ইভেন্টপ্রতিযোগিতা

মার্চ মাসের জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রতিযোগিতা

*মার্চ মাসের জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রতিযোগিতা*
সুজনেষু সাহিত্য সাথী,
“বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যেন ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’
চারদিকে বসন্তের রঙের ছড়াছড়ি,
সাহিত্য ভুবনে শব্দের হোলি খেলা।
নতুন বছরের বিগত দুই মাসে অনুগল্প, কবিতা ও ভাবনা শীর্ষক প্রতিযোগিতা রাখার পর মার্চ মাসের প্রতিযোগিতা একটু অন‍্যরকম চিন্তা ভাবনা করা হল। আশাকরি সকল সাহিত্যিকদের ভালো লাগবে।
*মার্চ মাসের জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার প্রতিযোগিতা*
১) “ভালো আছি ভালো থেকো
আকাশে ঠিকানায় চিঠি লিখো।”
*বসন্তের চিঠি*
শব্দ সীমা : ৩০০ শব্দের মধ্যে।
২) “রাম গরুড়ের ছানা, হাসতে তাদের মানা”
*রঙে ভরা, হাসির ছড়া*
লাইন সীমা : ১০ লাইনের মধ্যে।
************
নিয়ম-
১) একজন লেখক একটি বিভাগেই লেখা জমা দিতে পারবেন।
২) আপনার লেখা জমা আগামী *১৫ মার্চ ২০২০* তারিখের মধ্যে দিতে হবে।
৩) প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানিধকারীদের লেখা জিরো পয়েন্ট ২০ মার্চ ২০২০-এ প্রকাশ হবে এবং ই – শংশাপত্র দেওয়া হবে।
৪) প্রতিযোগিতার জন্য আপনার লেথা শুধু মাত্র *7878037535*-এ পাঠান।
৫) সময় অতিক্রান্ত হবার পর আপনাদের লেখা
জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার গ্রুপে পোষ্ট করুন
সকলের জন্য…
ধন্যবাদান্ত-
*জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা পরিবার*।

Related posts

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৮ (তৃতীয় সপ্তাহ)

E Zero Point

বিশ্ব পরিবেশ দিবস :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৩ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৩

E Zero Point

মতামত দিন