স্টাফ রিপোর্টার, মেমারিঃ চর্তুদিকে করোনার হাহাকার, দেশ, রাজ্য, শহর মেমারি লড়াই করছে করোনার মারাত্মক রূপ যেন দেথতে না হয়। লকডাউনের এই অবস্থার এলকার ভবঘুরেদের একমাত্র সহায় সেচ্ছাসেবী সংস্থার অন্নদান। মেমার দধীচি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সুখেন্দু ভট্টাচার্য ও বেশ কয়েকজন সদস্য বৃন্দ মিলে মেমারি থানা থেকে অনুমতি নিয়ে প্রত্যেক দিন বাসস্ট্যান্ডে , রেল স্টেশন ও ভবঘুরেদের মুড়ি, বিস্কুট, চানাচুর, চিনি ও পরিশুদ্ধ পানীয় জল দিয়ে এইসব মানুষের পাশে থাকার একটা প্রচেষ্টা করছে।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট