01/10/2023 : 1:58 AM
অন্যান্য

সাহাপুরে রক্তদান শিবির

তন্ময় পালিতঃ, জামালপুরঃ গোটা দেশ যখন করোনা আতঙ্কে আতংকিত আবার ব্লাড ব্যাঙ্ক গুলো প্রায় রক্ত শুন্য এর পথে,  সেইসময় জামালপুর থানার অন্তর্গত সাহাপুর গ্রামের সাহাপুর দুর্গাতলা প্রগতি সংঘের পরিচালনায় একদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সমস্ত সরকারি এবং প্রশাসনিক নিয়ম এর গন্ডির মধ্যে থেকেই রক্তদান শিবিরটি আয়োজিত হলো۔। সেখানে সরকারি নিয়ম অনুযায়ী ৩০ জন রক্ত দান করলেন। প্রত্যেক ডোনারকে সাবান দিয়ে হাত ধুয়ে হাত স্যানিটাইজ করে, মুখে মাস্ক পরিয়ে, থার্মাল স্ক্রীনিং করিয়ে রক্ত সংগ্রহ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা “আকাশ পরিবারের” বেশ কিছু সদস্য এই রক্তদান শিবিরে রক্ত দান করে পাশে দাঁড়ান।۔রক্ত সংগ্রহের দায়িত্বে ছিলেন শহীদ শিব সংকর সেবা সমিতি(রশ্মি۔ ব্লাড ব্যাঙ্ক)। এছাড়াও সাহাপুর দুর্গাতলা প্রগতি সংঘ গ্রামের প্রায় ৪০ টি পরিবারে  রেশন এবং খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

Related posts

করোনা সচেতনতায় মেমারির ক্ষুদে বিজ্ঞানী দিগন্তিকা | অ্যালকোহল যুক্ত হ্যান্ড সানিটাইজারের থেকে সাবান বেশি কার্যকরী

E Zero Point

করোনাভাইরাস: চীনের প্রতিবেশী ভিয়েতনামে কেন একজনও মারা যায়নি

E Zero Point

করোনা পরিস্থিতিতে ত্রাণের সাহায্যে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ সার্কলের ডাক দফতর

E Zero Point

1 টি মন্তব্য

SURAJ OFFICEL May 13, 2020 at 7:08 pm

OSM WORKING

উত্তর

মতামত দিন