18/09/2024 : 8:56 PM
অন্যান্য

করোনা জয় করে বাড়ি ফিরছেন মেমারির যুবক

নূর আহমেদ, মেমারিঃ অবশেষে খুশির খবর, আশার খবর। করোনা যুদ্ধ জয় করে ফিরছে  মেমারি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সোমেশ্বর তলার যুবক। ২২ বছরের এই যুবক লিভারের সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হওয়ার পর তার করোনা রিপোর্ট পজিটিভ হয়। গত ৮ মে তাকে দুর্গাপুরে সনোকা  হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসার পর, আবার তার রিপোর্ট করা হলে, সেই রিপোর্ট নেগেটিভ আসে। তাই আজই তাকে বাড়ি ফেরার জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তবে যুবকটিকে হোম কোয়ারিন্টনে থাকতে হবে বলে জানা গেছে।

শুধু করোনা আক্রান্ত যুবকই নয়, তার সাথে প্রাইমারী সংস্পর্শে আসা তার দিদির রিপোর্টও নেগেটিভ এসেছে, তিনি আজ বাড়ি ফিরলেন।
। যদিও বাকীদের রিপোর্ট এখনও জানা যায়নি।

মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী জানান যে, মেমারির জন্য খুব ভালো খবর যে, মেমারির যুবক করোনা মুক্ত হলেন। তবে মেমারিবাসীকে লকডাউন মেনে চলতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তিনি মেমারিবাসীর কাছে আবেদন করেন যে, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসবেন না।

 

Related posts

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রোডে কাশীরাম দাস সেতুতে ট্রোল ট্যাক্স আদায়, মানছে না লকডাউন

E Zero Point

বিহারের মোতিহারিতে ইট ভাটায় এক দুর্ঘটনাজনিত কারণে জীবনহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

E Zero Point

২২ শে মার্চ ‘জনতা কার্ফু’ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত : প্রধানমন্ত্রী

E Zero Point

মতামত দিন