স্বদেশ মজুমদারঃ লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হওয়ার পূর্বেই মেমারি শহরে বিভিন্ন বাজারে মানুষের ভিড় ধীরে ধীরে বাড়ছে। এবারের লকডাউনের বিধিনিয়মে কিছু ছাড় দেওয়া হলেও দিন মজুর ও নিম্ননবিত্তের রোজগারে প্রভাব পড়বে।
এমতাবস্থায় মেমারি পৌরসভার পুরপিতা স্বপন বিষয়ীর উপস্থিতিতে ৭ নং ওয়ার্ডের বড়োপুকুর পাড়াতে খাদ্যসামগ্রী দান করা হলো।
ক্লাব সভাপতি রাজু মাঝি জানান যে, মেমারি শহরের বিশিষ্টজনের সহযোগিতায় ১৭০টি পরিবারের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে সমগ্র কর্মসূচিটি সংস্থার সকল সদস্যদের দ্বারা পরিচালনায় করা হয়।