আহাম্মদ মির্জা, জামালপুরঃ করোনা প্রতিরোধে দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে জামালপুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের “মহিলা স্বনির্ভর গোষ্ঠী” গুলি ধারাবাহিক ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি নিয়েছে। এলাকার দিন আনা দিন খাওয়া এমন অসহায় মানুষদের পাশে মানবিক ভাবে এগিয়ে আসছে জামালপুর ব্লকের “মহিলা স্বয়ম্ভর”গোষ্ঠী গুলি।
তার মধ্যে আজ উল্লেখযোগ্য ভাবে এই অসহায় মানুষের পাশে দাঁড়ালো জামালপুর ব্লকের আবুজহাটী ২ নং- পঞ্চায়েতের ” চৈতালি সংঘ” নামক মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী। আজ গোষ্ঠীর পক্ষ হইতে প্রায় ৩৫০ টি পরিবারের হাতে চাল,ডাল,আলু,সোয়াবিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রি তুলে দেওয়া হলো। সমগ্র খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন, জামালপুর ব্লকের বিডিও শুভংকর মজুমদার, জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম ও জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, এবং স্হানীয় পঞ্চায়েত সদস্যা ঝর্না দাস ।
উপস্থিত সকলেই সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানায় এমন সময় মানুষের পাশে থাকার জন্য।