30/10/2024 : 4:29 AM
অন্যান্য

পি.কে.-এর পর আর এক কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী ময়দান ছাড়লেন

বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ এ যেন প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু মিছিল, বলিউড হারালেন দুই নক্ষত্র ইরফান খান ও ঋষি কাপুর এবং কিছুদিন আগেই পৃথিবরীর মাঠ ছেড়েছিলেন কিংবদন্তি ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। সেই শোকের রেশ কাটতে না কাটতেই ময়দান হারাল আর এক নক্ষত্রকে। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।

দীর্ঘদিন ধরেই বয়সজনিত কারণে ভুগছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮২ বছর৷

Related posts

রমজান সার্থক করতে ১০টি কর্মপরিকল্পনা

E Zero Point

আন্তর্জাতিক নার্স দিবসে নার্স সহ স্বাস্থ্য কর্মীদের সম্মানিত করা হল গুসকরায়

E Zero Point

বীরভূমের কবি, ভাদু গান,‌‌ বাউল গানের গীতিকার- বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে

E Zero Point

মতামত দিন