নূর আহমেদ, মেমারিঃ আজ মেমারি চকদিঘী মোড় থেকে কৃষ্ণবাজার, ষ্টেশনবাজার, নিউ মার্কেট হয়ে বামুনপাড়া মোড় পর্যন্ত পুলিশ অভিযান চালায়। নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া যেগুলো খোলা ছিল সেগুলো বন্ধ করানো হয়। এছাড়াও রাস্তায় যারা সাইকেল, বাইক, গাড়ী নিয়ে যাতায়ত করছেন তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং যেহেতু পূর্ব বর্ধমান এখনও অরেঞ্জ জোনে আছে তাই বিশেষ প্রয়োজন ছাড়া যেন বাড়ির বাইরে না আসেন সেই জন্য সচেতন করা হয়। পূর্ব বর্ধমান জেলার এসডিপিও আমিনূর ইসলাম খান, সিআই শ্যামল চক্রবর্ত্তী, মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জীর নেতৃত্বে বিশাল পুলিশি বাহিনী নিয়ে নজরদারী অভিযান চালানো হয়।
পূর্ববর্তী পোস্ট