স্টাফ রিপোর্টার, মেমারিঃ করোনার হাত ধরেই, আসবে আর্থিক মন্দা। সমীক্ষা বলছে কর্মহীন হবেন বহু মানুষ। শ্রমজীবি থেকে মধ্যবিত্ত সকলেই প্রভাবিত হবে। মেমারি শহরেও বিভিন্ন প্রান্তের মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা। মেমারি কলেজ পাড়া সবুজ সংঘ-এর সদস্যরা গত ২০ এপ্রিল ৩০০ খেটে খাওয়া পরিবারের হাতে তুলে দিলেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ক্লাবের সম্পাদক প্রদীপ মাঝি ও সভাপতি সন্তোষ মাঝি জানান যে সম্পূর্ণ লকডাউনের বিধি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণবিলি করেছেন তারা। চাল, আলু, সোয়াবিন, লবন ও সাবান নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর তুলে দেওয়া হয়। মেমারি কলেজ পাড়া সবুজ সংঘ-এর কোষাধ্যক্ষ অভিজিৎ মালিক জানান ক্লাবের সব সদস্য পাড়ার কিছু মানুষ তাদের সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করেছেন এই কর্মকান্ডের জন্য। ক্লাবের প্রাক্তন সম্পাদক সৌমিত্র পরামানিক জানান যে, বৈশ্বিক মহামারীতে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন হবে। তাই এখন থেকেই মানুষকে তৈরি থাকতে হবে, অর্থনীতি, সামাজিক ক্ষেত্রে সমস্ত শ্রেণীর মানুষকে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ক্ষেত্র তৈরি করতে হবে আমাদের। তিনি পাড়ার সকল মানুষকে লকডাউনের নিয়ম মেনে চলতে আহ্বান করেন এবং মেমারি কলেজ পাড়া সবুজ সংঘ যেকোন পরিস্থিতিতে মানুষের পাশে থাকবেন তাদের সাধ্যমত এই আশ্বাস দেন।
পূর্ববর্তী পোস্ট