নূর আহমেদঃ গত ৯ এপ্রিল মেমারি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত মহাশয় ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ডঃ চিরঞ্জীব ঘোষের ব্যাবস্থাপনায় ৬ নং ওয়ার্ডে হাটপুকুরে করোনায় কর্মহীন মানুষদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।
লকডাউনের প্রথম দিন থেকেই মেমারি পৌরসভার উপ পৌর প্রধান সুপ্রিয় সামন্তর নির্দেশে জাতি ধর্ম রাাাজনৈতিক ভেদাভেদ না করে প্রতিদিন চকদিঘী মোড়ে ৩০০ অভুক্ত মানুষকে দুপুরের আহার করান।