নূর আহমেদঃ গত কয়েকদিন ধরেই সিপিআইএম কর্মীরা মেমারি পৌরসভার ১, ৮, ৯, ১০ নং ওয়ার্ডের ৫০টি বাড়িতে বিধিবদ্ধ ভাবে ২ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, ১টি সাবান দিয়ে করোনা সচেতনতা অভিযান চালানো হয়।
অন্য দিকে মেমারির বিজরা গ্রামের ৭ টি পরিবারে ৩ কেজি চাল, ৩ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ২০০ গ্রাম আমুলস্প্রে ও ১ টি ডেটল সাবান দেওয়া হয়।
মেমারি পশ্চিম এরিয়া লোকাল কমিটির ইছাপুর দক্ষিণ শাখা ও সিটুর পক্ষ থেকে ৩১৬টি পরিবারকে ২ কিলো চাল, ২ কিলো আলু, ৫০০ গ্রাম নুন, একটি করে সাবানের ত্রাণ সামগ্রী দেওয়া হয়।