বিশেষ সংবাদঃ করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে রেশনের মাধ্যমে খাদ্য দ্রব্য বিলি নিয়ে চূড়ান্ত অব্যবস্থা তৈরি হয়েছে রাজ্যে। একাধিক জায়গা থেকে রেশন নিয়ে বিক্ষোভের খবর উঠে আসছিল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রেশন বণ্টনে অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই নতুন খাদ্যসচিব নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। নতুন খাদ্যসচিব হচ্ছে পারভেজ আহমেদ সিদ্দিকি।
রাজ্যের এই রেশন বণ্টনে অব্যবস্থা এবং বিশৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রীতিমত ধমক দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্যের ৯০ শতাংশ মানুষ এক মাসের চাল পেয়েছেন। কিন্তু নির্দেশের পরেও ১০ শতাংশ মানুষ অর্ধেক রেশন পেয়েছেন। রাজ্যবাসীকে আস্বস্ত করে মুখ্যমন্ত্রী জানান যাঁরা অর্ধেক রেশন পেয়েছেন তাঁরা পুরোটা পেয়ে যাবেন।
পূর্ববর্তী পোস্ট