স্টাফ রিপোর্টার, রসুলপুরঃ দেশ জুড়ে চলা কোভিড-১৯ এর ফলে দুর্ভোগে পড়া কিছু পরিবারের পাশে দাঁড়াতে কিছু জন মিলে একটি গ্রুপ তৈরি করা হয় WE R RASULPURIAN নামে। এখন সেই গ্রুপ সমগ্র রসুলপুরবাসীদের নিয়ে সংগঠিত। এটি কোনো ক্লাব বা রাজনৈতিক দল নয়। কোনো রকম রাজনৈতিক সাহায্য ছাড়াই তাদের কর্মযজ্ঞ চলছে।
আগামীকাল থেকে শুরু হচ্ছে লকডাউনের তৃতীয় পর্যায়। আর আজ থেকে WE R RASULPURIAN-এর শুরু হল দ্বিতীয় পর্বের সামাজিক কর্মসূচি।
সরকারী উদ্যোগে মোটামুটি সবাই চাল পাচ্ছেন। কিন্তু কাজ বন্ধ থাকায় আর্থিক অভাবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে অনেকেই ব্যর্থ। তাই আজ পূর্ব বর্ধমানের রসুলপুরের উলাড়া, গেঁড়াঘাটা ও মাঠপাড়াতে WE R RASULPURIAN-এর বসানো “নিঃশুল্কের বাজার” থেকে ৫৫ জন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেলেন।
প্রসঙ্গত উল্লেখ্য গত ২৭ এপ্রিল গায়ক সিধুদার উদ্যোগে ভরুকা ব্লাড ব্যাংক ও পল্লীমঙ্গল সমিতির সহযোগিতায় রক্তদানের ব্যবস্থা করেছিল WE R RASULPURIAN, যেখানে কুড়ি জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন।