11/09/2024 : 8:31 AM
অন্যান্য

রাজ্যে ১৭০ কিমি ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

বিশেষ প্রতিবেদনঃ গত বছরের নভেম্বর মাসে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-রাজ্যের কান ঘেঁষে সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশে চলে গিয়েছিল। সেখানকার মানুষের মধ্যে ‘বুলবুল’-এর ধ্বংসলীলার ছবি এখনও তাজা। দেশ তথা রাজ্য এখম অদৃশ্য করোনা ভাইরাসের সাথে যুদ্ধরত। প্রবল শক্তি সম্পন্ন ১৭০ কিমি বেগে ভয়ঙ্কর গতিতে রাজ্যের উপকূলবর্তী এলাকায় দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। তাইল্যান্ড ওই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ‘আমফান’। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামিকাল রবিবার ঘূর্ণিঝড়টি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী মঙ্গলবার অথবা বুধবার পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত মান্দারমনি ভূভাগে আছড়ে পড়তে পারে আমফান। এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে পূর্ব মেদিনীপুর ও ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা গুলি।

স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়ার সতর্কবার্তা দিয়েছেন। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরকে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে । আফমান মোকাবিলায় ইতিমধ্যেই ওড়িশার বারটি উপকূলবর্তী এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা সহ বাংলা ও অন্ধ্র উপকূলে আবহাওয়া প্রতিকূল হবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। আগামী ১২ ঘন্টায় ব্যাপক শক্তি বাড়াবে আফমান । ঝড়টির সর্বোচ্চ গতিবেগ ২০০ কিমি পর্যন্ত উঠতে পারে । এই মুহূর্তে দীঘা থেকে ১২২০ কিমি দূরে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ভয়াবহ এই ঘূর্ণিঝড় আফমান। আমফান রাজ্যে আছড়ে পড়বে, না কি বুলবুলের পথেই সে যাবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে ‘আমফান’ যদি এ রাজ্যের উপকূলে আছড়ে পড়ে, তা হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। একেই রাজ্যবাসীর করোনার জেরে ত্রাহি ত্রাহি অবস্থা, তার উপরে আমফান যদি সরাসরি আঘাত হানে তাহলে সঙ্কট আরও বাড়বে।

Related posts

শুধু কি করোনাতেই মানুষ মারা যাবে ম্যালেরিয়া ডেঙ্গুতেও তো মরতে হবে

E Zero Point

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-৫

E Zero Point

ক্যামেরায় আর চোখ রাখবেন না বিশিষ্ট চিত্রসাংবাদিক রণজয় রায়

E Zero Point

মতামত দিন