08/09/2024 : 3:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির উদ্যোগে মেমারিতে খাদ্য সামগ্রী প্রদান

নূর আহামেদ, মেমারিঃ একদিকে সারা দেশের মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছে, অন্যদিকে লকডাউনের ফলে দুমঠো অন্নের জন্য দিন আনে দিন খায় মানুষেরা রা লড়াই করে চলেছে প্রতিদিন। রাজ্যে করোনা ও আমফান পরিস্থিতিতে দিনমজুরের সঙ্কটময় পরিস্থিতি মোকাবিলা করতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মেমারি-১ ব্লক শাখা। গত ২৪ মে মেমারি চকদিঘী মোড়ে সি.আই.টি.ইউ-র ইউনিয়ন অফিস প্রাঙ্গণ থেকে প্রায় ৮০ জন খেটে খাওয়া মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।

জেলা কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ দাস জানান যে,কেন্দ্রীয় রাজ্য কো-অর্ডিনেশন কমিটির আহ্ববানে সকল কর্মচারীদের সহযোগিতায় উক্ত কর্মসূচী সম্পাদন করা হল। বর্ধমান জেলার শহরে, কালনা, কাটোয়া মহাকুমা, উত্তর-দক্ষিন সদরে ১৩টি ব্লকের মধ্যে করোনা পীড়িত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সংস্থার সদস্যরা।

খাদ্যসামগ্রী প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, প্রণব আইচ, বিদ্যুৎ দাস, পীযুষ বিশ্বাস, অভিজিৎ রায়, সুকুমার পাল, বিশ্বরূপ ব্যানার্জী, সুমন চ্যাটার্জী অন্যান্যরা।

Related posts

সংযুক্ত মোর্চা সমর্থিত সি পি আই এম এর প্রার্থী অজিত রায় এর প্রচারে বিমান বসু

E Zero Point

মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

E Zero Point

সরকারের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দোকান খোলা, রাস্তায় জমায়েত

E Zero Point

মতামত দিন