30/10/2024 : 4:26 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসিবাসীকে থানার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতাঃ গলসি থানার পক্ষ থেকে প্রতি বৎসর ঈদের দিন ঈমাম সাহেবকে ফুলের তোড়া ও মিস্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এবারে লক ডাউন মানতে অধিকাংশ ঈদগাহে ঈদের নামাজ হচ্ছে না। তাই অগ্রিম আজ পুরসা জামে মসজিদের ঈমাম মাওলানা লুৎফর রহমান ও মাওলানা সামিউল ইসলামের হাতে গলসি থানার পক্ষ থেকে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা জানানো হোল। জানা যায়, এইভাবে গলসি থানা এলাকার সমস্ত মসজিদের ঈমামদেরকে গলসি থানার পক্ষ থেকে আজ সম্বর্ধনা জানানো হয়েছে। গলসি থানার ওসি দীপঙ্কর সরকার জানান, লক ডাউনে মুসলিমরা সঙ্ঘবদ্ধভাবে নামাজ না পড়ে প্রশাসনকে সহযোগিতা করতে ও করোনা ভাইরাসে যাতে আক্রান্ত না হয়,তারজন্য নিজে নিজে বাঁচতে দূরত্ব বজায় রেখে নামাজ সম্পন্ন করতে অনুরোধ করেছেন। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানান, একসঙ্গে নামাজ না পড়ে যেন পাড়ায় পাড়ায় কমসংখ্যক মানুষ নামাজ পড়েন। ঈদের দিন প্রতি বছর গলসি থানার পক্ষ থেকে সম্বর্ধিত হয়ে এলাকার মুসলিমরা গর্বিত।

Related posts

কেন্দ্র-রাজ্য জনবিরোধী নীতির প্রতিবাদে মেমারিতে সভা

E Zero Point

শূন্য থেকে বারো বছরের শিশুর মায়েদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পূর্ণ সগড়াই গ্রাম পঞ্চায়েতে

E Zero Point

৩২তম ট্রাফিক সপ্তাহের উদ্বোধন বর্ধমান শহরে

E Zero Point

মতামত দিন