শেখ নিজাম আলমঃ বুদবুদ থেকে গুসকরা রোডে আউসগ্রামের আনন্দবাজার এলাকায় জি.টি রোডের অর্ধেক রাস্তা জুড়ে, চলছে চাষিদের ধান শুকানোর কাজ। তাও আবার টানা এক কিলোমিটার পথ জুড়ে। ফলে দুটি গাড়ী পাশ করতে হিমশিম খেতে হয় গাড়ী চালকদের। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। কারণ মোটরসাইকেল ও সাইকেল আরোহীরা রোডের নীচে নামতে গেলে কাঁচা জলমগ্ন রাস্তায় গতি নিয়ন্ত্রণ করতে না পারলে বিপদ আবশ্যক। ঐ পথেই আউসগ্রাম থানার পুলিশ, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির গাড়ী চলছে। তাদের বক্তব্য বেচারা চাষিরা খুবই কষ্ট করে জল থেকে ধান তুলেছেন। তাই অসময়ে রোডে ধান শুকানোয় চাষীদেরকে বাধা দেওয়া হয়নি। এলাকার চাষি ফিরোজ হোসেন বলেন,আমাদের খামার না থাকার জন্য ভিজে ধান রোডের উপরেই শুকাতে বাধ্য হচ্ছি। এককথায় লক ডাউনে এমনিতেই তো চাষিরা দিশাহারা। তার উপরে এই সুযোগ না দেওয়াটা ঠিক হবে না। তাই রোডে গাড়ী বা পথচলার অসুবিধা হলেও চাষিদের সুবিধার্থে রোডে ধান শুকানো চলছে।
পূর্ববর্তী পোস্ট