07/05/2025 : 12:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বর

কুসুমগ্রামের প্রান্তিক কৃষকের মেয়ে শ্রেয়ার স্বপ্ন ডাক্তার হওয়া

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২ অগস্ট ২০২০:


একেবারে প্রান্তিক কৃষকের মেয়ে শ্রেয়া রেজ ভালো ফল করেছে।। পূর্ব বর্ধমান জেলার   মন্তেশ্বর থানার  কুসুমগ্রামেরর মেয়ে শ্রেয়া  বিজ্ঞান বিভাগে  ৪৭৭ তুলেছে। বিষয় ভিত্তিক নম্বর হল বাংলা- ৯২,  ইংরেজি–৯৭, অঙ্ক-৮৭,  রসায়ন বিজ্ঞান-৯৭,  পদার্থ বিজ্ঞান-৯৭ এবং জীবন বিজ্ঞান-৯৪।   মন্তেশ্বর  সাগরবালা উচ্চ বিদ্যালয়ের   এই ছাত্রীর  ছোটবেলা থেকে স্বপ্ন  ডাক্তার হওয়া।  সেই  স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার  লক্ষ্যেই  মাধ্যমিকেও সে ভালো ফল করে। মাধ্যমিকে তার অর্জিত নম্বর ৬৫৮।   বর্তমান পরিস্থিতে কৃষিতে লোকসান করতে করতে কৃষকদের পিঠ দেওয়ালে  ঠেকে গেছে।  তাই প্রান্তিক কৃষক শ্রেয়ার বাবা দেবেশ বাবুর সংসার চালাতে গিয়েই প্রাণ ওষ্ঠাগত। তার  উপর শ্রেয়া ও তার দাদার পড়াশুনোর খরচ চালানো প্রায় একেবারে অসম্ভব।   তাই শ্রেয়ার ডাক্তার হওয়ার স্বপ্নটা  ভেঙে যাওয়ার আশঙ্কা আছে অর্থাভাবে।  শ্রেয়ার ডাক্তার হওয়ার স্বপ্ন সফল করতে পারে কোন সহৃদয়  ব্যক্তি বা সংস্থার আর্থিক সাহায্য।  শ্রেয়াকে সাহায্য করার জন্য যোগাযোগ করুন –৯৭৩৩০৬৯২২৮।

Related posts

গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ উদ্ধারঃ খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে

E Zero Point

পারুলিয়া রিলায়েন্স ক্লাবের নেতাজী জন্মজয়ন্তী

E Zero Point

মেমারির বিভিন্ন অঞ্চলে চক্ষু পরীক্ষা শিবির করা হবেঃ বিধায়ক

E Zero Point

মতামত দিন