07/05/2025 : 12:53 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জীবাণুমুক্তের কর্মসূচি কালনা পৌরসভার দোলুই ও দাসপাড়ায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২ অগস্ট ২০২০:


কালনা পৌরসভার ১৮ টি ওয়ার্ড জীবাণুমুক্ত করার  কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার দোলুই ও দাসপাড়ায় জীবাণুমুক্ত স্প্রে করা হয়।  সিপিআইএমের   কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের শাখা কমিটির কর্মীরা  দাসপাড়ায়  এবং ৭ নম্বর ওয়ার্ড কমিটির কর্মীরা   দোলুই পাড়ায়   জীবাণুমুক্ত স্প্রে করেন।  ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায়  জীবাণুমুক্ত  স্প্রে করার কাজ শেষ হয়েছে ।    রবিবারের কাজে ৭ নম্বর ওয়ার্ডে  সক্রিয় অংশগ্রহণ করেন   নেপাল সরকার,  স্বপন ব্যানার্জি,    সুবীর  নন্দী ,  গৌতম সমাদ্দার , প্রবীর পাল  প্রমূখ এবং ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে অংশগ্রহণ করেন— কেশব ঘোষ,  তাপস দাস, কৌশিক মল্লিক, সন্দীপ রায়,  সুশান্ত লোহার,  দিব্যেন্দু মুখার্জী প্রমূখ।  এই কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের  ১০ দফা আশু দাবির ব্যাচ  পড়ানো হয় নাগরিকদের।   যুবনেতা নেপাল সরকার জানান–কালনা শহরের বাকি ওয়ার্ড গুলোতেও জীবাণুমুক্ত স্প্রে করার কাজ খুব শীঘ্রই  শেষ করা হবে।

Related posts

লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত ভাতারে

E Zero Point

জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা

E Zero Point

পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ প্রয়াত চিন্ময়ের পরিবারের পাশে

E Zero Point

মতামত দিন