18/04/2024 : 8:09 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জীবাণুমুক্তের কর্মসূচি কালনা পৌরসভার দোলুই ও দাসপাড়ায়

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২ অগস্ট ২০২০:


কালনা পৌরসভার ১৮ টি ওয়ার্ড জীবাণুমুক্ত করার  কর্মসূচির অঙ্গ হিসাবে রবিবার দোলুই ও দাসপাড়ায় জীবাণুমুক্ত স্প্রে করা হয়।  সিপিআইএমের   কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে ৩ ও ৫ নম্বর ওয়ার্ডের শাখা কমিটির কর্মীরা  দাসপাড়ায়  এবং ৭ নম্বর ওয়ার্ড কমিটির কর্মীরা   দোলুই পাড়ায়   জীবাণুমুক্ত স্প্রে করেন।  ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন মহল্লায়  জীবাণুমুক্ত  স্প্রে করার কাজ শেষ হয়েছে ।    রবিবারের কাজে ৭ নম্বর ওয়ার্ডে  সক্রিয় অংশগ্রহণ করেন   নেপাল সরকার,  স্বপন ব্যানার্জি,    সুবীর  নন্দী ,  গৌতম সমাদ্দার , প্রবীর পাল  প্রমূখ এবং ৩ ও ৫ নম্বর ওয়ার্ডে অংশগ্রহণ করেন— কেশব ঘোষ,  তাপস দাস, কৌশিক মল্লিক, সন্দীপ রায়,  সুশান্ত লোহার,  দিব্যেন্দু মুখার্জী প্রমূখ।  এই কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের  ১০ দফা আশু দাবির ব্যাচ  পড়ানো হয় নাগরিকদের।   যুবনেতা নেপাল সরকার জানান–কালনা শহরের বাকি ওয়ার্ড গুলোতেও জীবাণুমুক্ত স্প্রে করার কাজ খুব শীঘ্রই  শেষ করা হবে।

Related posts

‘হতাশা ছাড়ো কাজের দাবিতে আন্দোলন গড়ো’- ২২ শে ডিসেম্বর নবান্ন অভিযান রাজ্যের যুবশ্রীদের

E Zero Point

করোনায় মৃত্যু কমলো কলকাতায়, ভাবাচ্ছে জেলাগুলির সংক্রমণ

E Zero Point

পুণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতি সংঘের স্বাধীনতা দিবস পালন ও একদিবসিও ফুটবল প্রতিযোগিতার আয়োজন

E Zero Point

মতামত দিন