12/08/2020 : 8:58 PM
আমার বাংলা দক্ষিণ বঙ্গ পান্ডুয়া হুগলি

পান্ডুয়া ব্লকের শিখিরা-চাপ্তা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ২ অগাষ্ট, ২০২০:


একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সংগঠন গোছানোর কাজ চলছে। সেই মত হুগলি জেলার পান্ডুয়া ব্লকের শিখিরা চাপ্তা অঞ্চলে রবিবার হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জি,পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, শিখিরা-চাপ্তা অঞ্চল সভাপতি ভোলানাথ পাল, সুরজিৎ দাস সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
রবিবাসরীয় বিকেলে তৃণমূলের এই কর্মী বৈঠকের জমায়েত ছিল বিশেষ চোখে পড়ার মতো। আগামী বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে যদি এর প্রভাব পড়ে তাহলে অবশ্যই দশ বছর ধরে জিততে না পারা পান্ডুয়া বিধানসভার ফলাফল তৃণমূল কংগ্রেসের জন্য আশানুরূপ হবে।
প্রসঙ্গত উল্লেখ্য পান্ডুয়া বিধানসভার গত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ আসনে তৃণমূলের দখলে। কিন্তু পরবর্তী লোকসভা নির্বাচনে এই বিধানসভায় ঘাসফুলের ভোট বাক্সে পদ্মফুল ভালো রকম প্রভাব বিস্তার করেছিল। পান্ডুয়া বিধানসভার বর্তমান বিধায়ক সিপিএমের।
এই প্রেক্ষাপটে পান্ডুয়া বিধানসভার একুশের ফলাফলের দিকে সকলের নজর থাকবে।

Related posts

মন্ত্রী তপন দাশগুপ্তের উপস্থিতিতে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রক্তদান শিবির

E Zero Point

মঙ্গলকোট থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম এবং এস.জি. জি. টি. স্বেচ্ছাসেবী সংস্থার মাস্ক প্রদান

E Zero Point

কারখানা খোলার দাবিতে পথ অবরোধ পূর্বস্থলীর তাঁতশ্রমিকদের

E Zero Point

মতামত দিন