জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৭ অগস্ট ২০২০:
কাজ হারানো রেল হকারারা শুক্রবার বিকল্প কাজের দাবিতে কালনা শহরে বিক্ষোভ দেখালেন। সিটু অনুমোদিত রেল হকার ইউনিয়নের উদ্যোগে সিদ্ধেশ্বরী মোড়ে এদিনের বিক্ষোভে বক্তব্য রাখেন– শ্রমিক নেতা অরুণাভ চক্রবর্তী, সঞ্জিত মুখার্জি প্রমুখ। বক্তারা বলেন– লকডাউনের পর থেকেই ট্রেন বন্ধ থাকায় সমস্ত রেল হকাররা কাজ হারিয়েছেন। তাই তাদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। এদেশে হাজার হাজার মন্দির-গির্জা-মসজিদ নির্মাণে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু রেল হকারদের মতো শ্রমজীবী মানুষদের মুখের ভাত সরিয়ে নয়। তাঁদের মুখে ভাতের ব্যবস্থা করতে হবে। লকডাউন উঠে যাওয়ার পর ট্রেন চলাচল শুরু হবে। কিন্তু রেল হকাররা যাতে নিজের কাজে ফিরতে না পারে, তার পাকাপাকি ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। সরকার রেল বেসরকারিকরন করে রেলহকারদের মতো গরিব মানুষের জীবিকা বন্ধ করে দিয়ে পুঁজিপতিদের ব্যবসা করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। তাই বিপুল সংখ্যক মানুষের রুজি রোজগার বন্ধ করার ব্যবস্থা পাকা করা হয়েছে। , পাশাপাশি রেল বেসরকারিকরন হলে সাধারণ মানুষের উপর বাড়তি বোঝা চাপবে। তাই রেল কোনভাবেই বেসরকারিকরন যাবে না। হকারদের রেলেই হকারী করতে দিতে হবে। রেল হকারদের এই কর্মসূচিতে কালনা শহরের সাধারণ নাগরিকদের মধ্যে বিরাট প্রভাব পড়ে।