07/05/2025 : 12:51 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পানীয় জল নষ্টঃ প্রতিবাদীকে হত্যা করার অপরাধে যাবজ্জীবন

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৭ অগস্ট ২০২০:


প্রতিবাদীকে হত্যা করার অপরাধে শুক্রবার দুই ভাইয়ের যাবজ্জীবন সাজা হল। কালনা জেলা ও দায়রা আদালতের বিচারক মাননীয় তপনকুমার মন্ডল এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন–সমীর দাস ও লব দাস বাড়ি কালনা পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাঁসারিপাড়ায়। পাড়ার পানীয় জলের কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে সাজপ্রাপ্তদের সাথে প্রতিবেশী বাবলু চৌহান ও তাঁর ছেলেদের কলহ হয়। তার জেরে গত ২০১৮ সালের ৩০ শে সেপ্টম্বর রাত্রি ৯ টা নাগাদ সাজাপ্রাপ্তরা সরকারি  জলের কলটি ভেঙে ফেলার চেষ্টা করলে বাবলু চৌহান তার পুত্র বিশ্বজিৎ চৌহান বাধা দেয়। তাতে সাজপ্রাপ্তরা আরো রেগে গিয়ে কোন ভারী জিনিস দিয়ে বাবলু চৌহান ও বিশ্বজিৎ চৌহানের মাথা ফাটিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে কালনা হাসপাতাল পরে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর বাবলু চৌহান সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেও বিশ্বজিৎ চৌহানের (২২)  ঘটনার ৪৫ দিন পর মৃত্যু হয়। বাবলু চৌহানের আর এক পুত্র পিন্টু চৌহানের অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করে পুলিশ। পুলিশ ডাক্তার সহ ১৬ জন সাক্ষ্যপ্রদানের পর কালনা জেলা ও দায়রা আদালতের বিচারক এই মামলায় সমীর দাস ও লব দাসকে দোষী সাব্যস্ত করেন।  তথ্য প্রমাণের অভাবে সাজপ্রাপ্তদের মা এই মামলা থেকে বে-কসুর খালাস পান।  ভারতীয় দণ্ডবিধির ৫০৬/৩২৫/৩০৭/৩০২ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে বিচারক আলাদা আলাদা ভাবে সাজা ঘোষণা করেন।  ৩০২ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড। সব সাজা একসাথে চলবে। সরকারি আইনজীবী মলয় পাঁজা বলেন– সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদ করতে গিয়ে বিশ্বজিৎ চৌহান খুন হয়েছিলেন। তাঁর খুনিদের কঠিন সাজা না দিলে সমাজে আর কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসবে না। তাই এই সাজা যথার্থ হয়েছে বলেই আমার মনে করছি।

Related posts

নসরতপুর লোকসংস্কৃতি উৎসব

E Zero Point

বিধানসভা ভোটের আগাম প্রচার শক্তিগড়ে

E Zero Point

ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে মেমারির সমাজসেবীরা

E Zero Point

মতামত দিন