09/05/2024 : 9:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কৃষক সংহতি কর্মসূচি কাটোয়ায়

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ :


শুক্রবার, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া নিউ হরাইজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে কৃষক সংহতি কর্মসূচি অনুষ্ঠিত হলো শ্রীবাটী রাইজিং স্টারস পাবলিক স্কুলে। উপস্থিত ছিলেন কাটোয়া ২ব্লকের জয়েন্ট বিডিও চন্দ্রশেখর মন্ডল,সিবিওএর জেলা কোয়াডিনেটর সেলি সিদ্দিকী,প্রক্তণ শিক্ষক আজফর আলী মল্লিক,মেঝিয়ারী সাগ্নিক সংস্কৃতি চক্রের সম্পাদক প্রদীপ সামন্ত,কাটোয়া নিউ হরাইজন ফার্মার্স প্রোডিউসার কোম্পানী লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ বশির,কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর মহিবুল মল্লিক ও সিও‌ সৌমিত্র প্রামাণিক সহ অন্যান্যরা।

সাগ্নিক সংস্কৃতি চক্রের পক্ষ থেকে গান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান দেখতে কয়েক শো চাষী হাজির হয়েছিল শ্রীবাটী রাইজিং স্টারস পাবলিক স্কুলে। কাটোয়া নিউ হরাইজন ফার্মাস প্রোডিউসার কোম্পানি লিমিটেড কেন্দ্রীয় সরকারের আন্ডারে। ৬ মাস চালু হলো কাটোয়া নিউ হরাইজন ফার্মাস প্রোডিউসার কোম্পানি লিমিটেডের অফিস। চাষীদের এই প্রথম অনুষ্ঠান বলে জানালেন কোম্পানির সদস্যরা। আগামীদিনে এলাকার চাষীদের কি পরিষেবা দেওয়া হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন সকল অতিথিরা।

Related posts

সোনামুখী’র গ্রামে গ্রামে প্রচারের বাইশ গজে তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা!

E Zero Point

প্রজাতন্ত্র দিবসে বস্ত্র বিতরণ

E Zero Point

মেমারি ১ পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে স্বামীজীর জন্মজয়ন্তী পালন

E Zero Point

মতামত দিন