বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ রাজ্যে বিগত ২৪ ঘন্টায় আরো পাঁচজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে মোট করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২১১। এছাড়া কো-মরবিডিটির কারণে আরো ৭২ জন করোনা আক্রান্তের আগেই মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন বিগত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১৯৩ জন নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট ৪ হাজার ৯ জন এই ভাইরাসে আক্রান্ত হলেন। এছাড়া এই সময়ের মধ্যে আরও ৭২ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলে স্বরাষ্ট্র সচিব জানান। এই নিয়ে রাজ্যে মোট ১হাজার ৪৮৬ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন। রাজ্যে সুস্থতার হার ৩৬ দশমিক ০৬ শতাংশ।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট