স্বদেশ মজুমদার, মেমারিঃ লকাডউন ও আমফানের সাঁড়াশি আক্রমনে রাজ্যের বিভিন্ন জেলার দিনমজুরেরা অসহায় দিনযাপন করছে। গতকালই পূর্ব বর্ধমান জেলায় ১০ জন করোনা আক্রান্তের মধ্যে ৯ জনই পরিযায়ী শ্রমিক, স্বভাবতই জেলায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামে গ্রামে এখন লকডাউন শিথিল হলেও কর্মহীনতায় ভুগছে দিন আনে দিন খায় শ্রমিকেরা। এমতাবস্থায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে মেমারি-১ ব্লকের নিমো-২ পঞ্চায়েতের অন্তর্গত কেন্না, দাঁদুড়, দেহুরা, কৈলাশপুর, উটকেডাঙ্গার করোনার আবহে অসহায় গৃহবন্দী মানুষের জন্য কমিউনিটি কিচেন খোলা হল। প্রতিদিন প্রায় ১৪০ জন পরিবারের জন্য অন্নসেবা প্রদান করছেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। আজ দীপান্বিতা যশের সহায়তায় কমিউনিটি কিচেনের মাধ্যমে দরিদ্র দিনমজুরদের পুষ্টিকর খাদ্য প্রদান করা হল। সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে জানা যায় যে, আগামী এক সপ্তাহব্যাপী অন্নসেবা করা হবে।