09/12/2024 : 5:58 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৪

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-১৪

“কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


আজ গত সপ্তাহের বিজয়ী সুব্রত মজুমদার কে শুভেচ্ছা স্বরুপ ১০১ টাকা পাঠানো হল।


কুইজ প্রতিযোগিতা-১৩- উত্তর

প্রশ্নঃ সংবিধানের নির্দিষ্ট কোন ধারাটি প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়োগ সম্পর্কিত?
উত্তরঃ – ধারা ৭৫

সঠিক উত্তরদাতা

সুব্রত মজুমদার, বড়শুল, পূর্ব বর্ধমানসকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-১৪

গত ২৫ শে মে,২০২০ (সোমবার) আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন বলবীর সিং, হকির রাজপুত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। আধুনিক অলিম্পিকের ইতিহাসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বেছে নেওয়া ১৬ জন কিংবদন্তীর মধ্যে তিনি ছিলেন একমাত্র ভারতীয়। ভারতীয় হকির স্বর্ণযুগে টানা ছ’বার অলিম্পিক সোনা জয়ের মধ্যে তিনবার ভারতীয় দলের সদস্য ছিলেন এই কিংবদন্তী সেন্টার ফরোয়ার্ড, বলবীর সিং (সিনিয়র)।

আজকের বিষয়ঃ বলবীর সিং (সিনিয়র)

১। বলবীর সিং-এর পুরো নাম কি?
– বলবীর সিং দোসাঞ্জ (Balbir Singh Dosanjh)

২। বলবীর সিং কোন কোন অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন?
– ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিক (সহ-খেলোয়াড়)
১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিক (সহ- অধিনায়ক)
১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক (অধিনায়ক)

৩। অলিম্পিক হকিতে তাঁর কোন রেকর্ডটি এখনও অক্ষত আছে?
– অলিম্পিক পুরুষ হকির ফাইনালে ব্যক্তিগত গোলের সংখ্যা, ১৯৫২ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে, ৫টি গোল

৪। বলবীর সিং যে তিনটি অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন প্রত্যেকটিতেই অন্তত একটি ম্যাচে হ্যাটট্রিক করেছেন। মোট কতবার অলিম্পিক হ্যাটট্রিক আছে তাঁর?
– চার বার (১৯৪৮ সালে ১টি, ১৯৫২ সালে ২টি, ১৯৫৬ সালে ১টি)

৫। ১৯৫২ সালের হেলসিঙ্কি অলিম্পিকে ভারতীয় দল মোট ১৩টি গোল করে। তার মধ্যে কটি গোল বলবীর করেছিলেন?
– ৯ টি

৬। বলবীর সিং তিনটি অলিম্পিক মিলিয়ে মোট কয়টি গোল করেছেন?
– ৮ ম্যাচে মোট ২২ টি গোল

৭। ১৯৫১ সালে এশিয়ান গেমস শুরু হলেও এতে হকি প্রতিযোগিতা যুক্ত হয় ১৯৫৮ সালে। ১৯৫৮ টোকিও এশিয়ান গেমসের পর বলবীর সিং অবসর ঘোষণা করেন। এই এশিয়ান গেমস হকিতে ভারত রানার্স আপ হয়। চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ?
– পাকিস্তান

৮। বলবীর সিং হলেন পদ্মশ্রী সম্মান প্রাপক প্রথম ক্রীড়াবিদ। কত সালে তিনি এই সম্মান পান?
– ১৯৫৭

৯। ১৯৭১ সালে উদ্বোধনী হকি বিশ্বকাপে ভারত বলবীর সিং-এর কোচিং-এ ব্রোঞ্জ জেতে। তৃতীয় হকি বিশ্বকাপে জয়ী ভারতীয় দলের ম্যানেজার ছিলেন তিনি। আজ পর্যন্ত এই একবারই ভারত হকি বিশ্বকাপ জয় করেছে। কত সালে?
– ১৯৭৫

১০। Hockey India-র পক্ষ থেকে বলববীর সিং Major Dhyan Chand Life Time Achievement Award পান। কত সালে?
– ২০১৫ সালের ২৮ শে মার্চ

কুইজ প্রতিযোগিতা-১৪


পাঠকের জন্য প্রশ্নঃ

বলবীর সিং-এর আত্মজীবনীর নাম কি?


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

পাঠকের কলমঃ নজরুল জয়ন্তী, লাইনম্যান হাইজাক আর সন্দেশখালি

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন

E Zero Point

মতামত দিন