নূর আহামেদ, মেমারিঃ আজ সকালেই খবর পাওয়া গেল যে, আবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমাদপুর পঞ্চায়েতের বিজড়া গ্রামের ২ জন করোনা আক্রান্ত। দুজনেই চেন্নাই থেকে থেকে গ্রামে ফিরেছিলেন। করোনা আক্রান্তের একজন ১৪ বছরের কিশোর, অন্যজন ২৪ বছরের যুবক। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ, আশা কর্মী ও প্রশাসনিক মহলের কর্মীরা পৌঁছে গেছেন। ইতিমধ্যে এলাকাটি বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আক্রান্ত দুজনকে করোনা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তের সংস্পর্শে আসা দুই পরিবারের সদস্যদের কোয়ারিন্টনে পাঠানো হবে। আর কারা সংস্পর্শে এসেছে স্বাস্থ্য কর্মীরা খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে।
মেমারি পৌরহরের পার্শবর্তী এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা এই নিয়ে ৩ জন হল। সাতগেছিয়ার ঝিকড়া, বড়পলাশনে এবং জৌগ্রাম অঞ্চলের দক্ষিণ ময়না গ্রামে। স্বভাবতই মেমারিবাসী সমগ্র ঘটনায় আতঙ্কিত। যেভাবে লকডাউনের শিথিলতার ফলে পার্শবর্তী এলাকা থেকে মেমারি শহরে গ্রামের মানুষজন ছাড়াও ভিন রাজ্য থেকে ফেরৎ আসা পরিযায়ী শ্রমিকরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন সেব্যাপারে প্রশাসনিক মহলকে আরও কঠোর হতে হবে বলে মেমারিবাসীরা মনে করেন। পরিযায়ী শ্রমিকরা যাতে ঘরেতেই থাকেন সে ব্যাপারে প্রশাসনিক স্তরে নজরদারী করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।
চিত্রঃ শেখ মফিক