বিশেষ প্রতিবেদন, কলকাতাঃ লকডাউনের চতু্র্থ দফা শেষ হওয়ার আগেই আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, আগামী পুরো জুন মাস বন্ধ থাকবে স্কুল। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা এলে গ্রামের স্কুলেই কোয়ারিন্টনে থাকবে। কোয়ারিন্টনে ৭দিন থাকার পরে করোনা পরীক্ষা করা হবে। ১০দিন পরে করোনার হদিশ না পেলে বাড়ি পাঠানো হবে। তিনি আরও বলেন, কোয়ারিন্টন সেন্টার নিয়ে চিন্তা করবেন না, যাতে করোনা না ছড়ায় তার জন্য কোয়ারিন্টন সেন্টার। বাইরে থেকে অনেকে করোনা সংক্রমণ নিয়ে আসছেন। দোষ আক্রান্তদের নয়, যারা চিকিৎসা করেনি তাদের।
শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে তিনি জানান যে, অযথা আতঙ্কিত হবেন না, সরকার স্কুলগুলিকো পরে স্যানিটাইজ করবে, কারণ সেখানে ছাত্রছাত্রীরা পড়েন।
গ্রামের স্কুলগুলি কোয়ারিন্টন সেন্টার করা হবে বলে ঘোষণা করার সাথে সাথেই রাজ্যের শিক্ষক ও অভিভাবকরা চিন্তিত। তারা মনে করছেন যতই স্যানিটাইজ করা হোক না কেন, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে করোনা আতঙ্ক থেকেই যাবে।