16/01/2025 : 8:28 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমেমারি

সিটু-র ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী মানব বন্ধন মেমারিতে

নূর আহামেদ, মেমারিঃ সমগ্র রাজ্য তথা জেলার বিভিন্ন জায়গায় সি.আই.টি.ইউ-র ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল। আজ মেমারি চকদিঘী মোড়ের সিটু ইউনিয়ন অফিসে দলীয় পতকা উত্তোলনের মাধ্যমে সুর্বণ জয়ন্তী পালন করা হয়। পতকা উত্তোলন করেন বামপন্থী নেতা বদ্রীচরণ লাহা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি -১ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির সি.আই.টি.ইউ.-এর সাধারণ সম্পাদক পীযুষ বিশ্বাস ও  অভিজিৎ কোঙার, মনীষা চক্রবর্তী, অনিল মুখার্জী ও অন্যান্য কর্মীবৃন্দ।

সিটুর সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা উপলক্ষ্যে চকদিঘী রোডে মানব বন্ধনে দাঁড়িয়েছিলেন, কিন্তু লকডাউনের বিধি মেনে পার্টীকর্মীরা হাত না ধরে মানব বন্ধনের কর্মসূচী পালন করেন।

মেমারি ছাড়াও পূর্ব বর্ধমান জেলায় কেতুগ্ৰাম, গুসকরা, কালনা সহ বর্ধমান শহর-২ সমন্বয় তমিটির অন্তর্গত শ্রমিক অধ্যুষিত অঞ্চল আলমগঞ্জে আজ সি আই টি ইউ-র প্রতিষ্ঠা দিবস পালিত হলো মর্যাদার সাথে। দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

Related posts

স্রোতের মধ্যে আটকে পরে পরিবারের তিন জন, উদ্ধার করলো মেমারি পুলিশ

E Zero Point

জনবিরোধী নীতির প্রতিবাদ ও শহীদ স্মরণ জামালপুরে

E Zero Point

শুধু কি আশ্বাস!!! মেমারির সাতগেছিয়া রবীন্দ্র নজরুল কলেজের ভবিষ্যত কি অন্ধকারে?

E Zero Point

মতামত দিন