বিশেষ প্রতিবেদনঃ কলকাতায় ফের দুর্যোগের পূর্বাভাস ৷ বজ্র-বিদ্যুৎসহ ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও জানানো হয়েছে। রবিবার সকাল থেকেই আকাশ অংশত মেঘলা থাকবে ৷ আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিন ও উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আগামী ২৪ ঘন্টায় আরব সাগরে তৈরি হবে নিম্নচাপ। পরবর্তীতে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ৪-৫দিনের মধ্যে সেটি গুজরাট ও মহারাষ্ট্র উপকূল পৌঁছবে। নিম্নচাপের টানে পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আবার ঝাড়খণ্ডের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি। সকাল থেকেই পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে।