19/04/2024 : 9:15 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসীতে সিটুর ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালন

সেখ নিজাম আলমঃ গতকাল সিটুর ৫০ তম প্রতিষ্ঠা দিবস পালন করলেন গলসী-২ সিটু। সংগঠক ও কর্মী সমর্থকরা বিকাল ৪ টার সময় সিপিআইএম গলসী ২ এড়িয়া কমিটির অফিস গেটের সামনে পতাকা উত্তোলন ও স্মৃতি বেদীতে মাল‍্যদানের মধ্য দিয়ে  সিটুর প্রতিষ্ঠা দিবসে পালন করেন।পতাকা উত্তোলন করেন গলসী ২ সিটুর কমিটির সভাপতি। সভাপতি ছাড়াও সম্পাদক সহ অন‍্যান‍্যরা শহিদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সিটু-র কিছু নির্দিষ্ট দাবী নিয়ে গলসী বাজারে প্রতিকী প্লাকার্ড প্রদর্শনী হয় ও স্লোগান সাউটিং হয় । তাদের মূলত দাবী ছিলো –
★কৃষকদের ভুর্তুকী দিয়ে সার বীজ সরবরাহ করতে হবে,
★ সরকারকে উয্যোগী হয়ে পরিজায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে ও করোনা টেষ্ট বাড়াতে হবে, ★ভাগ চাষি সহ সমস্তকৃষক দের ক্ষতিগ্রস্ত ও অবিক্রিত ফসলের পূর্নাঙ্গ ক্ষতি পুরন চাই। বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করতে হবে।পি,এম,কে প্রকল্পের টাকা বাড়িয়ে ১৮০০০/করতে হবে।
★প্রত্যেক পরিযায়ী শ্রমিক কে বিনা খরচে ফিরিয়ে এনে সকল কে১০০০০/টাকা অনুদান ও ন্যায্য মজুরি তে কাজর ব্যবস্থা করতে হবে।
★স্বাস্থ্য পরিষেবার উন্নতি ঘটাতে হবে।

Related posts

রাজ্যে করোনা সংক্রমণ ফের ৩ হাজার ছুঁলো, মৃত্যু ৩ জনের

E Zero Point

বামসংগঠনের উদ্যোগে নাদনঘাটে সচেতনামূলক প্রচার অভিযান

E Zero Point

আমফানের জন্য সিপিআইএম-এর অর্থ সংগ্রহ খানা জংশনে

E Zero Point

মতামত দিন